শহরে শীত ও কুয়াশার জোড়া দাপট
সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা রাজ্য। ফলে ব্যাহত হয়েছে যানচলাচল। সমস্যায় পড়েছে বিমান পরিষেবা। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দমদম বিমানবন্দর থেকে সকালে উড়ান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোরের দিকে কয়েকটি বিমান বিমানবন্দরে নামতে না-পারায় তাদের রুট ঘুরিয়ে দেওয়া হয় বলে খবর। যদিও এই শীতের কামড় সোমবার থেকেই বদলাতে চলেছে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। সোমবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রার পারদ ৪ ডিগ্রি বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জম্মু-কাশ্মীরে ঢুকেছে পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝা পথ রুখছে উত্তুরে হাওয়ার। পাশাপাশি, উত্তর-পূর্ব ভারতের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। ফলে দুই বঙ্গেই চড়বে তাপমাত্রার পারদ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সোমবার থেকেই ধাপে ধাপে চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। সপ্তাহের শুরুর দুদিন ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে তাপমাত্রার পারদ। একই সঙ্গে বজায় থাকবে কুয়াশার দাপটও। আগামী ২৪ ঘন্টায় মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে ঘন কুয়াশা থাকবে, জানিয়েছে হাওয়া অফিস। সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে কুয়াশার জেরে দৃ্শ্যমানতা ৫০ মিটারের পর্যন্ত নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।সকালে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে কলকাতার আকাশ। রবিবার শহর কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ১৪ ডিগ্রি ও ২৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ শহরে শনিবারের তুলনায় কমেছে রবিবারের তাপমাত্রা। রবিবার শহরের বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ ছিল ৯৯ শতাংশ।